বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১২

ওয়েবসাইট পেজ হোস্টিং-

http://www.50webs.com/members/ এ গিয়ে ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন। File Manager এ ক্লিক করুন। xxxxxx.50webs.com এ ক্লিক করুন(xxxxxx = যে নামে ওয়েব এড্রেস করেছেন)। ডিফলট যে index.html ফাইলটি আছে তারপাশে টিক চিহ্ন দিয়ে Delete File/Folder বাটন প্রেস করুন। ব্রাউজ করে web ফোলডারে রাখা সব html ফাইলগুলো লোকেট করুন। Upload Files বাটনে ক্লিক করুন। New Directory Name: এ images লিখে Make Directory ক্লিক করুন। images এ ক্লিক করুন। আপলোড অপশনে ব্রাউজ করে আপনার কম্পিউটারের web ফোলডারের অধীনে images ফোলডারের সব ইমেজ ফাইলগুলো লোকেট করুন। Upload Files বাটনে ক্লিক করুন। কাজ শেষ। http://xxxxxx.50webs.com/ এ ব্রাউজ করে দেখুন। বিষয়টা আরেকটু সহজভাবে বলছি, আপনার কম্পিউটারে করা web ফোল্ডারটকে ভাবুন http://xxxxxx.50webs.com/ এবার সে অনুযায়ী অন্যান্য ফোল্ডার ও ফাইলগুলো আপলোড করতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Welcomes Of Your Vautual Assistant