রবিবার, ৫ আগস্ট, ২০১২

Opera মিনিতে বাংলা Language সেটং_

Opera মিনিতে বাংলা Language সেটং এর জন্য Opera অ্যা্রেসবারে www কেটে দিয়ে টাইফ করুন Opera:config তারর যে Power Setting পেজটা Open হবে সেখনে সবার নিচের Option Bitmap"No"আছে সেখানে"Yes" করুন।

বুধবার, ১ আগস্ট, ২০১২

বাড়িয়ে নিন Opera Browser এর মোডের Speed_

আমরা  যারা  Opera মোড ব্যবহার করি কিন্তু কিছুক্ষন চলার পড়ে Opera মোডের Speed কমে য়ায় তখন আর কি করার  বড়িয়ে নিন Opera Browser এর Speed_
প্রথমে আপনর Opera Browser Open করুন
তারপর Menu Option ক্লিক করুন তারপর Tools তারপর  Setting তারপর  Network এ যেয়ে অপেরা সার্ভারে soket://demo.opera-mini.net:9003 লিখে রিসেট সার্ভার Error অফ করে Disable সকেট সার্ভার আনটিক করলেই Speed কিছুটা বেড়ে যাবে।
Flash Back-Menu>Tools>Setting>Network>Then> soket://demo.opera-mini.net:9003

কিভাবে চিনবেন মোবাইল আসল-নকল?

মোবাইল সেট আসল না নকল অথবা কোথায় তৈরি হয়েছে, বিষয়টি জেনা যাবে শুধু একটি কোড টাইপের মাধ্যমে। আপনার হ্যান্ডসেটে *#06# চাপুন সঙ্গে সঙ্গে 15 সংখ্যার একটি আন্তর্জাতিক মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি Number আসবে। এখন ৭ম ও ৮ম নাম্বারের দিকে লক্ষ করুন। যদি ৭তম এবং ৮তম ০২ বা ২০ হয় সেক্ষেত্রে হ্যান্ডসেটটির কোয়ালিটি খুব খারাপ,আর যদি 08 বা 80 হয়ে থাকে তবে হ্যান্ডসেটটির কোয়ালিটি হবে মানসম্মত, 01বা 10 হলে খুব ভালো, 00 হলে হ্যান্ডসেটটি প্রধান Company তৈরি এবং 13 হলে সেটের কোয়ালিটি খুবই খারাপ।