বুধবার, ১ আগস্ট, ২০১২

কিভাবে চিনবেন মোবাইল আসল-নকল?

মোবাইল সেট আসল না নকল অথবা কোথায় তৈরি হয়েছে, বিষয়টি জেনা যাবে শুধু একটি কোড টাইপের মাধ্যমে। আপনার হ্যান্ডসেটে *#06# চাপুন সঙ্গে সঙ্গে 15 সংখ্যার একটি আন্তর্জাতিক মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি Number আসবে। এখন ৭ম ও ৮ম নাম্বারের দিকে লক্ষ করুন। যদি ৭তম এবং ৮তম ০২ বা ২০ হয় সেক্ষেত্রে হ্যান্ডসেটটির কোয়ালিটি খুব খারাপ,আর যদি 08 বা 80 হয়ে থাকে তবে হ্যান্ডসেটটির কোয়ালিটি হবে মানসম্মত, 01বা 10 হলে খুব ভালো, 00 হলে হ্যান্ডসেটটি প্রধান Company তৈরি এবং 13 হলে সেটের কোয়ালিটি খুবই খারাপ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Welcomes Of Your Vautual Assistant