বুধবার, ১৮ জুলাই, ২০১২

ব্যাটারির যত্ন নেওয়ার কিছু টিপস-

ব্যাটারির ভালভাবে যত্ন নিতে পারলে অনেকদিন টেকে। তাই, আজকে আমার টিপসগুলোর সাহায্যে আপনার সামান্য কিছু হলেও উপকার হবে।

ব্যাটারির যত্ন নেওয়ার টিপসঃ 
১) এমন কোন জায়াগায় আপনার মোবাইলটি রাখবেন না যেখানে ব্যাটারিটি বারবার গরম হয়ে যায়।
২) কিপ্যাড টোন ও ভাইব্রেসন বন্ধ রাখলে ব্যাটারির চার্জ বেশি সময় থাকবে। তাই, চেষ্টা করবেন  কিপ্যাড টোন ও ভাইব্রেসন বন্ধ রাখতে।
৩) ব্যাটারিতে কোন কিছু দিয়ে আঘাত করা বা পানিতে পড়ে যাওয়া থেকে সতর্ক থাকবেন।
৪) অনেকেই মোবাইল এ গেম খেলতে পছন্দ করেন। তবে, গেম খেললে মোবাইল এর চার্জ তারা তারি শেষ হয় ও ব্যাটারির লাইফটাইম কমে যায়।
৫) মোবাইল সেটের ডিসপ্লে এর ব্রাইটনেস(উজ্জ্বলটা) কমিয়ে রাখা উচিত। কিন্তু, এত কমাবেন না যাতে চোখের ক্ষতি করে।
৬) মোবাইলে কোন অপ্রয়োজনীয়ও প্রোগ্রাম চালু থাকে খুঁজে খুঁজে সেটা বন্ধ করে দিন।
৭) মোবাইল এ অযথা ব্লুটুথ, জিপিএস ইত্যাদি অপশন চালু রাখবেন না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Welcomes Of Your Vautual Assistant