মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১২

ব্লগিং ধারনাঃ



                          
প্রাত্যহিক জীবনের কিছু ঘটনা অথবা কোনো একটি নির্দিষ্ট ঘটনা নিয়ে ধারাবাহিকভাবে লিখা বা কোনো একটি নির্দিষ্ট বিষয়ের ওপর ধারাবাহিকভাবে লিখার মাধ্যমে ইন্টারনেটে সবার সঙ্গে শেয়ার করাকে ব্লগিং বলে
ব্লগিং-এর প্রকারভেদ : সাধারণ ব্লগিংয়ের কোনো প্রকারভেদ নেই, কিন্তু ব্লগিং করার উদ্দেশ্য বিবেচনা করলে ব্লগিংকে দুভাবে ভাগ করা যায়_ ব্যক্তিগত বা অলাভজনক ব্লগ নির্দিষ্ট বিষয়ের ওপর ব্লগ
Blogger.com : এটি হচ্ছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন Google-এর একটি অঙ্গ-প্রতিষ্ঠান। তবে Google এটি তৈরি করেনি। ১৯৯৯ সালের আগস্টে সানফ্রান্সিসকোতে Pyra Labs নামের একটি প্রতিষ্ঠান সর্বপ্রথমBlogger.com তৈরি করে। এটি খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু অর্থাভাবে তারা বিপত্তিতে পড়ে। ২০০২ সালে Blogger.com এর যখন কয়েক লাখ ব্যবহারকারী তখন Blogger.com -কে  Google  কিনে নেয়। এরপর থেকে Google Blogger.comএক হয়ে কাজ করছে। বর্তমানে এর ইউজার সংখ্যা কয়েক কোটি
Blogspot– অ্যাকাউন্ট তৈরি করা : Blogspot– একটি ফ্রি ব্লগ খোলার জন্য প্রথমে www.bloger.com প্রবেশ করুন। পেজটিতে আপনার প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে পূরণ করতে হবে। প্রথমেই E-mail address-এর জায়গায় জি-মেইল এড্রেস দিন। Retype email address–এর জায়গায় ওই জি-মেইল এড্রেসটি আবারও লিখুন। এরপর Enter-a password- জি-মেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিন। Retype password- আগের পাসওয়ার্ডটি হুবহু আবারও লিখুনDisplay name-এর জায়গায় নামের যে কোনো এক অংশ লিখুন। Email notifications-এর পাশের চেকবঙ্ েক্লিক করুন। এরপর  Birthday বা জন্ম তারিখটি লিখুন। word varification যে প্যাঁচানো অক্ষরগুলো রয়েছে সেগুলো হুবহু নিচের বঙ্ েটাইপ করুন।Acceptance of terms-এর পাশের চেকবঙ্ েক্লিক করুন। Continue Click করুন
এখানে Blog Title–এর জায়গাটি আপনার ব্লগিংয়ের জন্য একটি নাম বা টাইটেল লিখুন। এরপর Blog Address–এর জায়গায় যে ফাঁকা বঙ্টি রয়েছে সেখানে ব্লগিংয়ের এড্রেস কি হবে সেটি দিন। এই বঙ্ এমন একটি ওয়ার্ড দিতে হবে যা দিয়ে আগে কখনো Bloger.com- অ্যাকাউন্ট করা হয়নি। অর্থাৎ ব্লগের এড্রেসটি হবে এরকম http://word.blogspot.com এখানে word-এর জায়গায় আপনার দেওয়া ওয়ার্ডটি হবে। Continueক্লিক করুন। যে পেজটি আসবে সেখান থেকে আপনার ব্লগের একটি Theme/Template পছন্দ করুন। এবার your blog has been created নামে একটি পেজ আসবে। ব্যস Blogspot- হয়ে গেল আপনার অ্যাকাউন্ট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Welcomes Of Your Vautual Assistant