রবিবার, ২৯ জুলাই, ২০১২

ক্যামেরাযুক্ত যেকোন মোবাইলের মাধ্যমে রিমোট (TV/VC/AC) যথাযত আছে কিনা তা পরীহ্মা করুন নিজেই-

 মোবাইল দিয়ে রিমোট ঠিক আছে কি না তা জানা যাবে । হয়ত শুনে অবাক লাগছে যে, এটা কিভাবে সম্ভব , কিন্তু এটি সত্য । আপনার বাসায়, অফিসে এবং অন্যান্যযায়গায় TV,VC ও অন্যান্য যন্ত্রের রিমোট কন্ট্রোল বিভিন্ন যন্ত্র থাকে । ব্যাটারী নতুন বা ভালো থাকা সত্বেও মাঝে মাঝে দেখা যায় এগুলো কাজ করে না তখন আপনি বুঝতেই পারেন না যে সমস্যাটা কোথায় । তখন এই সামান্য সমস্যাটি নিয়ে স্থানীয় ইলেকট্রনিক্স সার্ভিসিং এর দোকানের সরননাপন্ন হতে হয়।এই পদ্ধতিটি আপনার অনেক কাজে লাগাতে পারেন । সমস্যাটা যদি আসলেই রিমোটেই হয় তবে একে পরীক্ষা করার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না । সাধারণত এখন তো আমাদের সবার হাতেই ক্যামেরা যুক্ত মোবাইল ফোন থাকে,সেই মোবাইলটাকেই কাজে লাগান। 
*. প্রথমে আপনার মোবাইলের ক্যামেরা ON করুন তারপর সেই ক্যামেরাকে রিমোটের মাথায় অর্থাৎ যেখানে রিমোটের বাল্ব রয়েছে সেখানে অবস্থান করান । এই অবস্থায় রিমোটের যে কোন একটি বাটন প্রেস করুন এবং মোবাইলের স্ক্রিনে দেখুন । কি দেখাচ্ছে ? যদি সেখানে প্রেস করার সাথে সাথেই মোবাইলের স্ক্রিনে একটি উজ্জ্বললাইট দেখায় তখন আপনি বুঝবেন যে আপনার আপনার রিমোট ঠিক আছে আর যদি উজ্জ্বল আলো না দেখায় তবে বুঝবেন যে সমস্যাটা আপনার রিমোটেই ।
(বিদ্রঃ রিমোটের ব্যাটারী ঠিক আছে কিনা তা প্রথমে জেনে নিন)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Welcomes Of Your Vautual Assistant